পাইকগাছা প্রতিনিধি : ময়মনসিংহের নেত্রকোনা থেকে অপহৃত এক শিশু কন্যাকে উদ্ধার সহ অপহরণকারীকে পাইকগাছা থানা পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, শনিবার রাত ১০ টায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অপহরণকারী কোমল ঋষির বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে ও অপহৃত শিশুকে উদ্ধার করে। কোমল খুলনার পাইকগাছার মামুদকাটি গ্রামের সুধাম ঋষির ছেলে। সে নেত্রকোনার পুর্ব হাতিয়া গ্রামে সেলুনির কাজ করত। এসময় ঐ এলাকার কুদ্দুস মিয়ার ১২ বছরের ছোট মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের সুত্র ধরে তাকে ফুসলিয়ে গত ২৩ ডিসেম্বর পাইকগাছায় তার নিজ বাড়ীতে নিয়ে আসে। শিশুটিকে তার বাড়ীতে লুকিয়ে রেখে কপালে সিধুর, হাতে শাখা এবং কান ফুটিয়ে কানে সুতা পরিয়ে দেয়। বিষয়টি প্রতিবেশিরা পাশে পুলিশ ফাঁড়িতে জানালে ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে। ওসি এজাজ শফী বলেন, শিশুটির অভিভাবকরা আসার পর আইনত ব্যাবস্থা নেয়া হবে। আপাতত তাদেরকে পুলিশ হেফাজাতে রাখা হয়েছে।