পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালী ইউপি’র কেঁকচিবুনিয়ার ১শ ২০ বিঘার আলোচিত চিংড়ি ঘেরের জমির দখল বুঝে নিলেন ৪০ টি পরিবার। শুক্রবার দুপুরে জমির মালিকদের মধ্যে নবীর আলী শেখ গংরা তাদের অধিকার ফিরে পেয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে। এদিকে নবীর আলী শেখ জানান,আমাদের দখলীয় ঘের থেকে উচ্ছেদের জন্য প্রতিপক্ষরা অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। এ ঘটনায় তিনি প্রতিপক্ষ জাকির সানা-মন্টু সরদার গংদের বিরুদ্ধে গতকাল থানায় জিডি করেছেন। এ চিংড়ি ঘেরের জমির মালিকানা বা স্বত্ত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। স্থানীয়রা জানান, ইতোপুর্বে এ নিয়ে ও একাধিকবার সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা ও বহুবার শালিশী সভার ইতিহাস রয়েছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের বাসিন্দা ও বর্তমানে গড়ইখালী ইউপি’র হোগলার চক গ্রামের নবীর আলী শেখ জানান,হোগলার চক মৌজায় কেঁকচেবুনিয়াতে পৈত্রিক সুত্রে এসএ ৮৮,২০৪,৩২ সহ ৫ টি খতিয়ানের বিভিন্ন দাগেন ৪০ টি পরিবারের রেকডিয়- ১৪৭ বিঘা সম্পত্তি রয়েছে। মালিকদের মধ্যে স্থানীয় অরবিন্দু মন্ডল, সঞ্জয় মন্ডল, দেবাশীষ, কৃষ্ণপদ মন্ডল, ক্ষিতিষ মন্ডল, নিরাপদ মন্ডল,মনিরুল শেখ,রুহুল আমিন শেখ সহ ৪০টি পরিবার এ সম্পতি ভোগ দখল করে আসছেন। কিন্তু জমি মালিকদের অভিযোগ ইতোপুর্বে নুরু মিঞা গংরা চিংড়ি ঘের করার নামে তাদের সম্পত্তি জোর করে দখল করে রেখেছিল। এ দিকে এ অভিযোগ অ-স্বীকার করে জাকির সানা পাল্টা অভিযোগ করেন প্রতিপক্ষ নবীর আলী শেখ ও নাহিদ গংরা আমাদের ঘেরটি দখল করেছেন। এ চিংড়ি ঘেরের জমির বিরোধেরর পুর্ব ইতিহাস তুলে ধরে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফুল আলম জানান, দু’পক্ষকে শান্তিপুর্ন অবস্থানে থাকার নির্দেশনা দিয়ে বসাবসির জন্য রবিবার থানায় ডাকা হয়েছে।