পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় আটক ৩

প্রকাশঃ ২০১৭-১০-২৬ - ২৩:৫৭

পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় ৩ যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার পূর্বগজালিয়া গ্রামের মুনতাজ আলী গাজীর মেয়ে ও ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী শাহানাজ খাতুন (১৭) কলেজের পাশেই একটি বাড়ীতে থেকে পড়াশুনা করে আসছিল। কলেজের পিছনের বাসিন্দা রফিকুল ইসলাম সানার ছেলে হাসিবুল ইসলাম শান্ত (২৭) দীর্ঘদিন কলেজ ছাত্রী শাহানাজকে উত্যাক্ত করে আসছিল। এদিকে শুক্রবার কলেজ ছাত্রী শাহানাজের বিয়ের দিন নির্ধারণ করা হয়। এ খবর জানতে পেরে হাসিবুল ও তার সহযোগীরা বুধবার দুপুরে কলেজ ছাত্রীর গ্রামের বাড়ী গজালিয়া থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় কলেজ ছাত্রীর পিতা মুনতাজ আলী গাজী বাদী হয়ে হাসিবুল, একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে শেখ রমজান আহম্মেদ (২৮) ও কালুয়া গ্রামের রব্বানী সরদারের ছেলে ইব্রাহীম সরদার (২৫) কে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। যার নং- ৩৫, তাং- ২৫/১০/১৭ ইং। আটক ৩ আসামীকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী জানিয়েছেন।