মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা : খুলনার পাইকগাছায় হরিঢালী থেকে সুন্দরবনের জলদস্যু রুস্তম বাহীনির প্রধান রুস্তম গাজী (৫০) কে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্ততি চলছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুর ১২.১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের মোঃ রুস্তম গাজীর বসতবাড়ীতে অভিযান চালায় থানা পুলিশের এএসআই নাসির উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স। এসময় রুস্তম গাজীকে ধৃত করে তার ঘরের ভিতরে তল্লাশির একপর্যায় টিনের আলমারীতে লুকিয়ে রাখা, ২ টি দেশীয় তৈরি রিভলবল, ১ টি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২ টি ছুরি, ১ টি চা পাতি, ১ টি হাতুড়ী, ১ টি কুড়াল, ১ টি করাত, ১ টি সিলাই রেঞ্জ ও ১টি ডাল রেঞ্জ উদ্ধার করেছে। তবে ১০ রাউন্ড গুলির মধ্য ৬ টি রিভলবলের গুলি, ২টি রাইফেলের গুলি, ২ টি টুটু বোরের গুলি রয়েছে। ঘটনায় সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) হুমায়ুন কবির, ওসি এজাজ শফি ও ওসি তদন্ত আশরাফুল আলম, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পাইকগাছা থানার ইনচার্জ ওসি এজাজ শফী বলেন, উল্লেখিত রুস্তম গাজী ও তার স্ত্রী মোছাঃ নিলুফা খাতুনকে আটক পৃর্বক তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রুস্তম গাজী উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৃতঃ বাছের গাজীর পুত্র। বসবাসের স্বার্থে একই উপজেলার উত্তর সলুয়া গ্রামে অবস্থান করছিল।