পাইকগাছা প্রতিনিধি : “মুজিব বর্ষের আহ্বান যুব কমর্সংস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় জাতীয় যুব দিবস -২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী-র সভাপতিত্বে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে, প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব রেখে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু,মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক রবেন্দ্রনাথ,
প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত নিজাম উদ্দিন,সমবায় অফিসার বেনজির আহমেদ, উপজেলা সমন্বয়কারী জয়ারানী রায়, খাদ্য কর্মকর্তা ফিরোজ আহমেদ,ফরেষ্টার প্রেমানন্দ রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ কুমার দে,রবীন্দ্রনাথ বিশ্বাস,জামিরুল ইসলাম সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে ৪ লক্ষ ৪০হাজার টাকার যুব ঋনের চেক ও সনদপত্র বিতরন সেই সাথে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।