পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় লস্কর ইউনিয়ন পরিষদে সরকার প্রদত্ত ১ হাজার ৫শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন এ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার সুজিত কুমার মন্ডল, ইউপি সচিব ফারুক হোসেন, প্যানেল চেয়ারম্যান তাজউদ্দীন গাজী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিনতী মন্ডল, রমেছা বেগম, গ্রাম আদালত সহকারী বাবুল হোসেন। অপরদিকে, চাঁদখালী ইউনিয়ন পরিষদে সরকারি চাল ৪৫০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ঝংকর ঢালী, সচিব আব্বাস উদ্দীন, ইউপি সদস্য লুৎফর রহমান, শফিকুল ইসলাম, মশিউর রহমান রাজু, নজরুল ইসলাম হিরা, সুষমা মন্ডল, গ্রাম আদালত সহকারী কৃষ্ণা রাণী সরকার।