মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা : পাইকগাছায় উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচন কে সামনে রেখে ও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকালে আ’লীগের কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে কাজী জাহাঙ্গীর হোসেন ও প্রভাষক মোঃ বজলুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাড. মোঃ সোহরাব আলী সানা, উপস্থিত ছিলেন সাবেক এম.এন.এ ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ এম.এ গফুর’র সন্তান উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আসন্ন উপনির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীকরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,আলীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এস এম রেজাউল হক,পবিত্র মন্ডল,প্রভাষক জাহাঙ্গীর, সহ আ’লীগ, সেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যয়ের নেতা কর্মীরা।