ফুলতলার মাদক সম্রাট অহিদুল বিদেশী পিস্তল গুলিসহ রূপসায় আটক

প্রকাশঃ ২০১৮-০৯-২৪ - ২১:৩১

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও মাদক সম্রাট অহিদুল মহলদার (৩৫) ১টি বিদেশী নাইন এম এম পিস্তল, ১ রাউন্ড গুলিসহ আটক হয়েছে। সোমবার বেলা দেড় টায় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র নির্দেশে এবং জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সেখ কনি মিয়া ও এসআই লুৎফর রহমানের নেতৃতে রূপসা থানাধীন রূপসা ঘাট বটতলা সেলিম ব্যাপারীর তৈলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। সে গাড়াখোলা গ্রামের মোঃ শওকত আলী মহলদারের পুত্র। এ ব্যাপারে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা (নং-৩৫, তারিখ-২৪/০৮/২০১৮) হয়েছে।

এলাকাবাসী জানায়, গাড়াখোলা এলাকার মুক্তেশ্বরী, পাকারমাথা, ছুনোরগেটসহ বিভিন্ন এলাকায় নিজস্ব ক্যাডারের মাধ্যমে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ব্রান্ডের মাদক সামগ্রী সরবরাহ করে। প্রশাসন ও প্রভাবশালী মহলকে ম্যানেজ করে মাদকের জমজমাট ব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল। পুলিশ সূত্র জানায়, গত ২১ জুলাই সন্ধ্যায় খুলনা-যশোর রেললাইনের মুক্তিশ্বরী গেট এলাকায় মাদক বিক্রিকালে ওসি আসাদুজ্জামান মুন্সীর নেতৃত্বে ২৩ বোতল ফেনসিডিল ও ধারালো হাসুয়াসহ হাতে নাতে অহিদুলকে আটক করা হয়। তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আদালত থেকে জামিন নিয়ে আবারও স্বগৌরবে মাদকের জমজমাট বিকিকিনি শুরু করে। এর আগে গত ২৪ এপ্রিল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তার বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ২শ’ ১০পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় কৌশলে অহিদুল পালিয়ে গেলেও তার মা লতিফা বেগম (৫৫) কে আটক করা হয়। এ ব্যাপারে অহিদুল ও তার মা’কে আসামী করে ফুলতলা থানায় মামলা হয়। ঐ মামলায় অহিদুল আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। অহিদুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।