ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলায় নতুন করে ইউএনওসহ ২ ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রন্তরা হলো উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা (৩৫) ও ফুলতলার বেজেরডাঙ্গার মোঃ আসাদুজ্জামান (৫৩)। রবিবার রাতে তাদের নমুনা পরীক্ষা করার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ বলেন, গত ৮ জুন করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হলে রোববার (১৪ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর কোভিট-১৯ এ পজেটিভ রিপোর্ট আসে। প্রসঙ্গতঃ এর পূর্বে ইস্টার্ন জুট মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপক (এক্সপোর্ট) মোঃ পারভেজ হোসেন (৪৩), ফুলতলায় আগত পুলিশের এএসআই মাহমুদ (৩২), ইস্টার্ন জুট মিলস লিমিটেডের ডেপুটি ম্যানেজার (একাউন্স এন্ড ফাইনান্স) মোছাঃ শারমীন আক্তার (২৭), একই মিল শ্রমিক ও অভয়নগরের নাউলী গ্রামের মোঃ ইবাদ আলী শেখের পুত্র মোঃ আজিজুর শেখ (৩৮), মিল শ্রমিক ও একই গ্রামের আজিবর শেখ এর স্ত্রী পারুল বেগম (২৯) এবং মিল শ্রমিক ও ফুলতলার (এম এম কলেজের পাশে) পয়গ্রামের কামরুজ্জামান ওরফে সনুর পুত্র মেহেদী হাসান (২৫) এবং ফুলতলার দামোদর সাহাপাড়া এলাকায় দূর্গাপদ সাহার পুত্র সুমন সাহা (৩৮) করোনা পজেটিভ ।