ফুলতলায় নারীর ক্ষমতায়নে অপরাজিতার মতবিনিময় সভা

প্রকাশঃ ২০২২-০৬-১২ - ২০:৩৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন গনপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের লক্ষে রাজনৈতিক দল, সুধী সমাজ ও সাংবাদিকদের নিয়ে অপরাজিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারী উন্নয়ন ফোরাম অপরাজিতা ফুলতলা শাখার উদ্যোগে রোববার সকালে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ আবুল বাশার, ওয়ার্কার্স পার্টি নেতা প্রভাষক গৌতম কুন্ডু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মহিলা আওয়ামীলীগের উপজেলা সভাপতি বেগম শামছুন্নাহার, সম্পাদক শাপলা সুলতানা লিলি, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, নব কুমার বৈরাগী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পায়রা বেগম, শাহানাজ পারভীন, রাজিয়া বেগম, লিপি বেগম, ডালিয়া বেগম, ইয়াসমিন খা, সাহিদা ইসলাম নয়ন, হোসনেয়ারা বেগম, নার্গিস পারভীন, সোনালী আক্তার, কবিতা পারভীন, রিক্তা বেগম, রূপান্তরের অপরাজিতা প্রকল্পের ক্যাপাটিসি বিøল্ডিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, রূপান্তর উপজেলা সমন্বয়কারী নিতিশ মন্ডল প্রমুখ। সভায় বক্তরা স্থানীয় সরকারের রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের জোর সুপারিশ করেন।