ফুলতলায় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র নব নির্মিত খাদ্য গুদামের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশঃ ২০১৭-০৯-২২ - ১৫:৩৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, কতিপয় মুনাফাখোর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে চালের বাজারে অস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের উত্তরাঞ্চলে আকস্মিক বণ্যার কারণে ফসলহানি হওয়ায় চালের সংকট দেখা দিয়েছে। সরকারের সময়পোযোগী পদক্ষেপ অনুযায়ী বিদেশ থেকে চাল আমদানী এবং ওমমএস এর মাধ্যমে বিক্রির কারণে ইতোমধ্যে বাজার নিয়ন্ত্রন আসতে শুরু হয়েছে। খাদ্য সংকট মোকাবেলার প্রস্তুতি হিসাবে উৎপাদিত ধান ও চাল সংরক্ষণের জন্য খাদ্য গুদাম স্থাপন করা হচ্ছে।
শুক্রবার সকালে খুলনার ফুলতলা খাদ্য গুদাম কমপাউন্ডে ২ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন গুদামের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস, জেলা আওয়ামীলী নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, শিল্পপতি ফেরদৌস হোসেন ভুইয়া, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, শহিদুল্লাহ প্রিন্স, মিল মালিক সমিতির সভাপতি এহসানুল হক বার্মি, শেখ আঃ জলিল, ইউপি সদস্য মাসুদ পারভেজ মুক্ত, মহাসিন বিশ্বাস, রবিউল ইসলাম মোল্যা, আঃ রশিদ জমাদ্দার, প্রদ্যুৎ বিশ্বাস, সরদার মাহাবুব হোসেন প্রমুখ।