তাপস কুমার বিশ্বাস, ডেক্স রিপোর্টঃ সোমবার বেলা ১টায় ফুলতলার ছাতিয়ানী দিঘিরবাজার এলাকায় মোঃ জাকির মোল্যার বাড়িকে ঘিরে চলছে আনন্দ উৎসব ও রংয়ের ছড়াছড়ি। তার কলেজ পড়ূয়া মেয়ে জাকিয়া খাতুন (১৭) এর গায়ে হলুদের ছোঁয়া সম্পন্ন। নিকটাত্মীয় ও এলাকবাসির ভুড়ি ভোজের আয়োজনও ছিল পর্যাপ্ত। সবাই বর পক্ষের প্রতিক্ষায়, বিপত্তি ঠিক তখনই। কনের বিয়ের বয়স পূর্ণ হয়নি অর্থাৎ বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ইউএনও সাদিয়া আফরিন হাজির। কিশোরী কন্যা জাকিয়া খাতুন পার্শ্ববর্তী জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী। রেজিষ্টেশন অনুযায়ী তার জন্ম তারিখ ১০ নভেম্বর ২০০৩ইং অর্থাৎ প্রায় ১৭ বছর। অপর দিকে বর মোঃ তরিকুল ইসলাম বিএল কলেজের অনার্স পড়ুয়া ছাত্র। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার আড়ুয়া গ্রামে।
একদিকে আত্মীয় স্বজন রান্না বান্না কনের গায়ে হলুদসহ বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন। অন্যদিকে বাল্য বিবাহ নিরোধ আইনানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। চৌকস ও মানবিক ইউএনও সাদিয়া আফরিন এর নির্দেশে বাল্য বিয়ে বন্ধ হয়। ১৮ বছরের পূর্বে তাকে বিয়ে দেয়া হবে না এবং বয়স পূর্তির সাথে সাথে সংশ্লিষ্ট ছেলে তরিকুল ইসলামের সাথেই তার বিয়ে হবে এমন অঙ্গিকার নামায় স্বাক্ষর সম্পন্ন হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল ইসলাম, বি এম শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মোঃ আফছার আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এত আয়োজনের মধ্যেও বিয়ে সম্পন্ন হয়নি বটে তবে ইউএনও সাদিয়া আফরিনের মানবিকতায় কনের পিতা জাকির মোল্যাসহ এলাকাবাসি মুগ্ধ।