ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ফুলতলা বাজারের চৌরঙ্গী মোড়ে ৩টি খাবার হোটেলে ভ্রাম্যমান আদালদত পরিচালনা করেন। এ সময় বাসী খাবার, তৈরীকৃত মিষ্টান্নে বিষাক্ত পোকা ও নোংরা পরিবেশ থাকায় খাজানা হোটেলকে ৬ হাজার, নূর ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার এবং আনন্দ সুইটসকে ৬ হাজারসহ মোট ১৫ হাজার টাকা ও এক জনের মাস্ক না থাকায় ১শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। পরে বাসী পঁচা খাবার ও মিষ্টান্ন বিনষ্ট করা হয়।