ফুলতলা (খুলনা) প্রতিনিধি// করোনা মহামারির কারণে দীর্ঘ ৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনার ফুলতলার দক্ষিণডিহিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী ও লোকজমেলা। বর্ণাঢ্য এ আয়োজন বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র জন্মজয়ন্তী বাস্তবায়ন কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ শিপলু ভুইয়া, সরদার মনিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা রিসোর্স ইন্সটেক্টর মোঃ কামরুজ্জামান, পল্লী বিদ্যুতের পক্ষে মিজানুর রহমান, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবীন বসু, আ’লীগ নেতা আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, প্রেসক্লাব সভাপতি সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। সভায় ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে ২৫ বৈশাখ হতে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী ও লোকজমেলা পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।