বঙ্গবন্ধু চর পরিদর্শনে বন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান

প্রকাশঃ ২০২০-১১-১৬ - ১৭:৩৭

দাকোপ প্রতিনিধি : বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এন ডি সি সুন্দরবনে জেগে ওঠা বঙ্গবন্ধু চর পরিদর্শন করেন।
গত শনিবার বেলা ১১ টায় জেগে ওঠা নতুন চর পরিদর্শনে যান। এ সময় তিনি পায়ে হেটে সুন্দরবনের জীব বৈচিত্র, হরিণ, কেওড়া, গেওয়া, সুন্দরী গাছ পর্যবেক্ষন করেন। তিনি বঙ্গবন্ধু চরের অপার সম্ভবনার কথা উল্লেখ করে প্রাকৃতিক সম্পদকে ঘিরে সেখানে মনোরম পর্যটন কেন্দ্র তোলার পরিকল্পনার কথা বলেন। বনবিভাগের কর্মকর্তাদের চরের আয়তন পরিমাপের নির্দেশ দিয়ে সেখানে একটি নতুন টহল ফাড়ী স্থাপনের কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন বন সংরক্ষক খুলনা মোঃ মাইনুদ্দিন খান, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ আবু নাসের মহসীন হোসেন, পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, খুলনা রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু সালেহ, সাতক্ষিরা রেঞ্জ কর্মকর্তা এম এ হাসানসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।