ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) : সারাদেশের ন্যায় বটিয়াঘাটা উপজেলায় মুসলিম সম্প্রদায়েরসর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাপক উদযাপিত হয়েছে। সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আলফানেট তাণ্ডব ও করনা ভাইরাসের কারণে সাধারণ মুসল্লিরা তাদের শিশু ও পরিবারের জন্য নতুন পোশাক ও খাদ্য সামগ্রী সামান্য হলেও ঈদুল ফিতরের খুশি ও আনন্দের কমতি ছিল না কোন অংশে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল 8 টায় সদরের প্রধান ঈদগাহ ময়দানে প্রথম ঈদের নামাজ আদায় করা হয়। দীর্ঘ এক মাস রোজা রেখে সিয়াম সাধনার মাধ্যমে বিশ্ব ও বাংলাদেশ থেকে মুক্তি এবং বিশ্বশান্তি কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কোবির সহ অন্যান্য মুসল্লিগণ।এছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য জলমা ইউনিয়নের মহানগর নিজখামার, কৈয়া বাজার, মাথাভাঙ্গা, তেতুলতলা, পুঠিমারি, সাচিবুনিয়া, চক্রাখালী, ছয়ঘড়িয়া, বটিয়াঘাটার বাজার সদর, হাটবাটি, নাহারিতলা বাস স্ট্যান্ড, গঙ্গারামপুরে কাতিয়ানাংলা, ঢেউয়াতলা, বরণ পাড়া, সুরখালির, গাওঘরা, সুরখালি, রায়পুর, বারোআরিয়া, আন্ডার কোটের, কুটির হাট, সাদাল বাজার, বালিয়াডাঙ্গার, বিরাট বুজবুনিয়া, ফুলবাড়ী, বালিয়াডাঙ্গা, ঝাল বাড়ি এবং আমিরপুর ইউনিয়ন বাইনতলা, জয়পুর, সহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করা হয়। অপরদিকে বটিয়াঘাটার ৭ টি ইউনিয়নে বঙ্গবন্ধু ভ্রাতুশপুত্ত্র ও বিসিবির পরিচালক তারুণ্যের অনুপ্রেরণা শেখ সোহেল ভাইয়ের পক্ষ থেকে অসহায় দরিদ্র সাধারণ মানুষের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এছাড়া মহানগর যুবলীগের প্রভাবশালী সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজের পক্ষ থেকে শিশুদের মাঝে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী ধর্মপ্রাণ ব্যক্তিত্ব বিশিষ্ট দানবীর আলহাজ্ব আসলাম তালুকদার এর পক্ষ থেকে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে ঈদুল ফিতর উদযাপনে উপজেলায় যাতে কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও নিবার্হী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এবং থানা অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে।