বটিয়াঘাটায় খাদ্য বিতরণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা

প্রকাশঃ ২০২১-০৭-০৬ - ১৮:০৯

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় পরিষদ চত্বরে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর লকডাউনে কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিনামূল্যে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের উপস্থিতিতে ও সার্বিক তত্ত্বাবধায়নে উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণ রুখতে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ইত্যাদি সামগ্ৰী বিতরণ করা হয়। উপহার সামগ্রীতে উপজেলার ৭টি ইউনিয়নে ইউনিয়ন প্রতি ২ লক্ষ ৫০ হাজার টাকা করে ২ শত ৫০ জনের মাঝে জন প্রতি ৬৫০ টাকার খাদ্যসামগ্রী বিতরণ চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন জানায়।। উপহার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ হাদি উজ-জ্জামান হাদী, ইউপি সচিব পংকজ সরকার,ইউপি সদস্য যথাক্রমে তুলসী দাস বিশ্বাস, শেখ মোশারফ হোসেন, মোঃ মনিরুল ইসলাম,স্বপন কুমার রায়, দিপ্তী রানী মল্লিক, সমাজ সেবক দুলাল মহালদার সহ সুফলভোগী বৃন্দ । অপরদিকে বেলা সাড়ে বারোটায় স্থানীয় সুরখালী ইউনিয়নেও করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর লকডাউনে কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোঃ মারুফ হোসেন, নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হাদী ,ইউপি সদস্যবৃন্দ ও সুফলভোগীবৃন্দ । অন্যদিকে সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ আব্দুল হাই সিদ্দিকী বেলা ১১ টায় উপজেলার বাজার সদরে সাপ্তাহিক হাটের দিনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে ভ্রাম্যমান আাদালত পরিচালনা ও বিনামূল্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার খাদ্য সামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ করা হয়। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে না চলায় ১৪ টি মামলায় ৫হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করেন।আদালত পরিচালনাকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার সহ আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।