বটিয়াঘাটার জলমা ইউপি’র ওয়ার্ডে শূন্য সদস্য পদে নির্বাচন ২৮ ডিসেম্বর

প্রকাশঃ ২০১৭-১২-১৯ - ১৮:৩১

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এর শূন্য সদস্য পদে আগামী ২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৯ আগষ্ট এ ওয়ার্ডের ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম বাবু মারা গেলে পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে তপসিল ঘোষনার মধ্য দিয়ে প্রার্থীদের মনোণয়ন পত্র দাখিল, যাচাই-বাচাই, মনোণয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে। তেতুলতলা ও পুটিমারী এ দু’টি গ্রাম নিয়ে ৯ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা। এ ওয়ার্ডের শূন্য পদে প্রার্থী হয়েছেন তিনজন। প্রার্থীরা হলেন মৃত: ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবুর স্ত্রী নাসিমা বেগম, মো: আশরাফুল আলম ও সুপ্রিয় রায়। এর মধ্যে নাসিমা বেগম টিউবওয়েল প্রতীক, সুপ্রিয় রায় আপেল প্রতীক ও আশরাফুল আলম মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনে জয়যুক্ত হতে নির্বাচনী এলাকায় প্যানা, পোষ্টার, লিফলেট, মাইকে প্রচার সহ ভোটারদের বাড়ী বাড়ী ভোট ভিক্ষার মাধ্যমে দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করে চলেছেন। সব মিলিয়ে এ নির্বাচনকে ঘিরে এলাকায় একটি উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ছাড়া এলাকায় চায়ের দোকান, সামাজিক প্রতিষ্ঠান ও গনসংযোগ এলাকায় এ নির্বাচন মুখরোচক কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য যেহেতু পুটিমারী গ্রামে প্রার্থী একজন এবং তেতুলতলা গ্রামে প্রার্থী দুইজন তাই পুটিমারী গ্রামের প্রার্থীর সাথে তেতুলতলা গ্রামের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এদিকে ২৮ ডিসেম্বর নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কমিশনার মিসেস নাসিমা খাতুনকে জিজ্ঞাসা করলে জানান জলমা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের শূন্য সদস্য পদে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আমাদের পক্ষ থেকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার, পুলিশ সদস্য ও সাদা পোষাকে আইন শৃংখলা বাহিনী একযোগে কাজ করবে। সব মিলিয়ে জলমা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনকে ঘিরে সর্বত্র উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।