বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি চয়ন বিশ্বাসের পিতা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক প্রবীন আওয়ামীলীগনেতা বিশিষ্ট ব্যবসায়ী বিধান বিশ্বাস গুরুতর অসুস্থ্য হয়ে মহানগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর সুস্হ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন বিভিন্ন নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতি দাতারা হলেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশীদ,জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি,বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার।