বটিয়াঘাটায় গুইসাপকে তক্ষক বানানোর চেষ্টা : আটক ২

প্রকাশঃ ২০১৭-১০-১৭ - ১৩:২৪

বটিয়াঘাটা : গুই সাপের বাচ্চার মাথায় কুনো ব্যাঙের চামড়া লাগিয়ে সেটাকে তক্ষক হিসেবে চালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলার বটিয়াঘাটা উপজেলার হাটবাটি এলাকায় রবিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি নকল তক্ষক উদ্ধার করা হয়। আটকরা হচ্ছে খুলনার কায়েমখোলা গ্রামের তৌহিদুল ইসলাম সরদার (৩০) ও মোড়েলগঞ্জের মোজাম্মেল হক (৫৫)। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি সিকদার আককাছ আলী বলেন, ‘রবিবার দুপুর ২টার দিকে হাটবাটি গ্রামের হাজী সোলায়মান হোসেনের বাড়ির পাশ থেকে একটি নকল তক্ষক উদ্ধার করা হয়। ১৭ ইঞ্চি লম্বা একটি গুই সাপের বাচ্চার মাথায় কুনো ব্যাঙের মাথার চামড়া জোড়া দিয়েছিল তৌহিদুল ও মোজাম্মেল নামের দুই ব্যক্তি। তারা এটাকে তক্ষক বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়।’ ওসি জানান, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ ও পেনাল কোডের ৪২০ ধারায় সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দু’জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।