ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা(খুলনা) : বটিয়াঘাটা উপজেলার হাটবাটি(দক্ষিণ )এলাকা থেকে সোমবার সকালে তিলোত্তমা মন্ডল পুতুল (৪৫) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গঙ্গারামপুর ইউনিয়নের বৃত্তিশলুয়া এলেকার বাসিন্দা। এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটলেও ঘটতে পারে। সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত পুতুল রাণী গত রবিবার হাটবাটি গ্রামের তার ভগ্নিপতি প্রকাশ মিস্ত্রীর বাড়িতে বেড়াতে আসে। গত রবিবার রাতে তারা খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। পার্শ্ববর্তী স্থানীয় বিজয় গাইন বলেন, রাত আনুঃ ৩ টার দিকে প্রকাশ ও তার স্ত্রী দিপিকা মিস্ত্রী একটি ঘেরের মধ্য দিয়ে দৌড়ে এসে আমার বাড়িতে আসে। এসেই তারা বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার করতে থাকে। তখন আমরা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি প্রকাশ ও তার স্ত্রীর আমার উঠানে দাঁড়ানো। তাদের সারা শরীরের রক্তে ভিজে যাচ্ছে। তাদের দুজনের মাথায় হাতে বিভিন্ন স্থানে রক্ত লাগানো। তখন আমি কারণ জানতে চাইলে প্রকাশ বলে, আমাদের বাড়িতে কারা এসে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে। আমার শালিকেও ঘরের ভিতর থেকে ধরে নিয়ে গেছে। তাকেও অস্ত্র দিয়ে কুপাচ্ছে। এসময় তার ভাই দেব প্রসাদ পুত্র উৎপল মিস্ত্রী সহ স্থানীয়রা মিলে গুরুতর আহত প্রকাশ ও তার স্ত্রীকে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে খুলনা মেডিল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন । রক্তাক্ত জখম গুরুতর আহত প্রকাশের নিকট জানতে চাইলে তিনি বলেন, গভীর রাতে কে বা কারা অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা চালায়। তারপর তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের তিনজনকে কোপাতে থাকে। একপর্যায়ে আমি ও আমার স্ত্রী দৌড়েপালিয়ে পাশের বাড়িতে আসি এবং আমার শালি তিলোত্তমা মন্ডল পুতুলকে তারা টেনে-হিঁচড়ে ঘরের ভেতর থেকে বের করে বাগানের ভেতর নিয়ে যায়। তারপর আমি আর কিছু বলতে পারি না। এঘটনায় বটিয়াঘাটা থানা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে তিলোত্তমা মন্ডল পুতুল এর লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দাকোপ সার্কেল) মোঃ রাশেদ হাসান। তিনি বলেন,তদন্ত চলছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল বলেন, ঘটনার তদন্ত চলছে । আশা করছি, দ্রুত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।