বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা থানা পুলিশের সেকেন্ড অফিসার প্রদ্যুৎ কুমার রায় সহ সঙ্গীয় ফোর্স থানার ওসি মোহাম্মদ শাহ্ জালাল এর নির্দেশে বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার গঙ্গারামপুর এলাকার গোপন সংবাদের ভিত্তিতে বয়ারভাঙ্গা পূর্ব পাড়া এলাকায় এক অভিযান চালিয়ে ১২ পুরিয়া (৩ গ্রাম) গাঁজাসহ হাতেনাতে দুই মাদক সেবনকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন ওই এলাকার পলাশ রায়ের পুত্র সুমন রায় (২৬) ও কুমুদ রঞ্জন ঢালীর পুত্র সুবীর ঢালী (৩২)। তাৎক্ষণিক ভাবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম তাদের উভয়কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।