বটিয়াঘাটায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু !

প্রকাশঃ ২০২০-০৩-১৬ - ১৮:৫৮

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় গত পরশু রবিবার দিবাগত রাতে কৃষ্ণপদ মন্ডল (৬০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার মৃত মান্দার মন্ডলের পুত্র প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে প্রকাশ, উপজেলার তেঁতুলতলা এলাকার কৃষ্ণপদ মন্ডল গত রবিবার জমিতে কাজের জন্য কৃষাণ আনার জন্য বাড়ী থেকে বের হয়। তারপর সে আর বাড়ী ফিরে আসেনি। বাড়ীর লোকদের সন্দেহ হলে পরেরদিন অর্থাৎ সোমবার সকাল ৭টায় এলাকাবাসী তার বাড়ীর দক্ষিণ পাশের্^ মৎস্য ঘেরে একটি গাছে ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের সেকেন্ড অফিসার রাকিবুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে। অপর দিকে এলাকাবাসীর একটি সূত্র দাবী করছে কৃষ্ণপদ মন্ডলের বড় ভাই রাখাল মন্ডল ওরফে পাগল চাঁদ ১২ বিঘা জমি কোন প্রকার অর্থ ছাড়া প্রতারণামূলকভাবে দলিল করে নেওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ মতবিরোধ চলছিল। এছাড়া রাখাল মন্ডলের বিরুদ্ধে তার মৃত মেঝ পুত্রের ছেলে মিঠুন মন্ডল (১৮) কে হত্যা করে তেঁতুলগাছে ঝুলিয়ে দিয়ে অপমৃত্যুর প্রচার চালাতে থাকে বলে এলাকাবাসী দাবী করে আসছিল। এলাকাবাসী এ ঘটনায় পাগলচাঁদ ও তার ছোট পুত্র জয়দেব মন্ডল এর বিরুদ্ধে শাস্তির দাবীতে উপজেলা সদরে হাজার হাজার সাধারণ নারী পুরুষ মিলে মানব বন্ধন কর্মসূচীও পালন করে। কিন্তু সে যাত্রা অর্থের জোরে কোনমতে বেঁচে যায়। তবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটলেও ঘটেতে পারে বলে এলাকাবাসী দাবী করেছে। অন্যদিকে সম্প্রতি ১টি গ্রুপের সাথে কৃষ্ণপদ মন্ডলের সিমানা পিলার নিয়ে হুমকী ধামকিসহ বিরোধ চলছিল। এঘটনাকে কেন্দ্র করেও এ হত্যা হতে পারে বলে অপর ১টি সূত্র দাবী করেছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটা হত্যা না আত্মহত্যা? এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় গত ১৬/০৩/২০২০ ইং তারিখে ০৮ নং অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।