বটিয়াঘাটায় ভারী বর্ষণে আমন ধানের ক্ষতির সম্ভবনা

প্রকাশঃ ২০১৭-১২-১১ - ১৭:১৭

বটিয়াঘাটা প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের প্রভাবে গত তিন দিনের বিরামহীন বৃষ্টিতে পাকা আমন ধান পানির নিচে তলিয়ে ব্যপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন মৌজায় পানি নিস্কাষনের জন্য ব্যবহৃত স্লুইচগেট গুলো অধিকাংশ অকেজো হয়ে যাওয়ায় পানি নিস্কাষনে দারুন ভাবে ব্যাহত হচ্ছে। এলাকার কৃষকরা ম্যাপের খালগুলো সংশ্লিষ্ঠ দপ্তরের হস্তক্ষেপে সংস্কার করে স্লুইচগেট গুলো ব্যবহারের যুগপোযোগী করে তুলার আহব্বান জানিয়েছে।
সূত্রে প্রকাশ বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্ন চাপের প্রভাবে গত কয়েক দিনের ভারী বর্ষণে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে। কাটা ধান পানির নিচে তলিয়ে গেছে। অপরদিকে কাচা ধান বাতাসে পড়ে গিয়ে মাটির সাথে মিশে পানিতে তলিয়ে অপুষ্টি কারণে উৎপাদন কম হতে পারে এমন আশংঙ্কা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলা আমন ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান,দীপন কুমার হালদার, আব্দুল গফফার এবং অব্দুল হাই খানকে জিজ্ঞাসা করলে এ প্রতিবেদক কে জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোন দুর্যোগ ঘটেনি। তাই ব্যাপক ক্ষতি সম্ভাবনা কম। আর যদি কোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না আসে তা হলে এ বছর আমন ধানের বম্পার ফলন হবে। এ ব্যাপারে অধিদপ্তেরর কর্মকর্তা কৃষিবিদ মিসেস রুবায়েত আরা জানান, বর্তমানে বৃষ্টিতে আমন ফসলের তেমন ক্ষতির কোন সম্ভাবনা নেই।