ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালীসহ বিভিন্ন এলাকায় ভূমি সন্ত্রাসী ও জালিয়াতী চক্রের বিরুদ্ধে সোমবার বেলা ১১টায় খুলনা-চালনা মহাসড়কের চক্রাখালী বাজারে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ ওয়ার্ড আ’লীগের সভাপতি সুপদ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জলমা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুবীর মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রমেশ মন্ডল, আ’লীগ নেতা নারায়ন চন্দ্র রায়, তুহিন রায়, লন্ডন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শাখার সম্পাদক এ্যাড. প্রসেনজিৎ দত্ত, জগদীশ বিশ্বাস, সুকুমার মন্ডল, বিজয় টিকাদার, অজিত বিশ্বাস, সাধন মন্ডল, মোঃ রাজ্জাক, বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সম্পাদক মোঃ হীরা, নিবেশ গোলদার, প্রসাদ টিকাদার, দেবাশীষ গোলদার, পেটুক মন্ডল, নিভাষ মন্ডল প্রমুখ। সভায় বক্তারা বলেন, জলমা ইউনিয়নের চিহ্নিত ভূমি সন্ত্রাসী অনুপল বিশ্বাস, দেব দুলাল বাড়ই, মোঃ ইউনুচ মোল্ল্যা, মোঃ শফিকুর ইসলাম সুমন, আদর সহ একটি সংঘবদ্ধ ভূমি সন্ত্রাসী চক্র জাল-জালিয়াতীর মাধ্যমে নিরিহ অসহায় মানুষের জমি রাতের আঁধারে বাড়ি-ঘর নির্মান, বালু ভরাট সহ ঘেরা-বেড়া দিয়ে জোর পূর্বক দখল করে চলেছে। এলাকাবাসী সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে সকলের সহযোগীতা কামনা করেন। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।