বটিয়াঘাটা প্রতিনিধি : সুমন্ত রায়(৩৪) নামের মস্তিস্ক বিকৃত এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের পশ্চিম হালিয়া গ্রামের চিত্ত রঞ্জন রায়ের পুত্র। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত মধ্য রাতে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উক্ত সুমন্ত রায় দীর্ঘদিন যাবৎ মস্তিষ্ক বিকৃত হয়ে জীবন যাপন করছিল। গত বুধবার দিবাগত মধ্যরাতে কাউকে কিছু না বলে ঘরের ডাবের আঁড়ার সাথে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরদিন সকালে বাড়ির লোকজন ও এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরনের সিদ্ধান্ত নিলে গ্রামের লোকজন,জনপ্রতিনিধি ও এলাকাবাসী থানা পুলিশের কাছে ময়নাতদন্ত না করার জন্য আবেদন জানালে পুলিশ স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।