বটিয়াঘাটায় লাইফস্টক সার্ভিস প্রোভাইডার মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশঃ ২০২০-০৭-০১ - ১৯:০০

বটিয়াঘাটা প্রতিনিধি : প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিপি) প্রকল্পের আওতায় বুধবার বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের ৭জন লাইফস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) দের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। প্রানীসম্পদের দাপ্তরিক কাজ ত্বরানিত এবং করোনা দূর্যোগের সময়ে বাড়িতে বাড়িতে সেবা প্রদান করার লক্ষ্যে লাইফস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) দের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রানীসম্পদ কর্মকর্তা কৃিিবদ এস এম আউয়াল হক, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সিফাত হোসেন জয়া এবং ডাঃ মৃন্ময়ী সরকার।