ঢাকা অফিস : বাঙালির কান্নার দিন জাতীয় শোক দিবস আজ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের স্থপতি, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ষড়যন্ত্রকারী একদল সেনা সদস্য। গভীর শোক আর শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে স্মরণ করছে জাতি।
৪৪ বছর আগের শ্রাবণের শেষদিনে ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল জাতির পিতার বুক। ধানমণ্ডির বত্রিশ নম্বরে নিজ বাসভবনে, এই দিনে, বঙ্গবন্ধুর তাঁর পরিবার ও নিকটাত্মীয়দের একে একে হত্যা করে ঘাতকেরা। রাতভর মোট ২৬ জনকে হত্যা করা হয়। বিদেশে থাকায় বেঁচে যান দুই বোন- শেখ হাসিনা ও শেখ রেহানা।
শুধু বাংলাদেশই না, বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস ও গভীর বেদনাদায়ক সেই রাজনৈতিক হত্যাকাণ্ডের চুয়াল্লিশ বছর অতিক্রম করছে দেশ। বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ফিরে আসে পাকিস্তানি কায়দায় সামরিক শাসন।
শারীরিকভাবে বিদায় নিলেও বঙ্গবন্ধুর অবিনশ্বর চেতনা মৃত্যুঞ্জয়ী। তাইতো, কোটি মানুষের হৃদয়ে নিবিড়ভাবে বেঁচে আছেন শেখ মুজিবুর রহমান।