ঢাকা অফিস : জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু হলো আজ। দেশে ও দেশের বাইরে পরীক্ষাগারে পরীক্ষা করে এ বছর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তাই এবার ভিটামিন-এ ক্যাপসুলের মান নিয়ে কোনো প্রশ্ন নেই বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার সকালে শিশু হাসপাতালে ভিটামিন-এ ক্যপসুল ক্যাম্পেইন উদ্বোধন করে একথা বলেন তিনি। এবার ক্যাম্পেইন চলাকালে দেশের প্রায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ২৫ লাখ শিশুকে নীল এবং ২ কোটি শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। মন্ত্রী বলেন, শুধু রাতকানা রোগ প্রতিরোধই নয়, এই ক্যপসুলের মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই টিকা খাওয়ানোর কাজ। সারা দেশে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে তাদের কাজ চালাবে।