মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবে না : জেলা পুলিশ সুপার

প্রকাশঃ ২০২১-০৩-২৫ - ১৫:৫০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা পুলিশ সুপার মাহাবুব হাসান বলেন, চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের প্রত্যেকের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোন অবস্থায় মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবে না। করোনা মোকাবেলায় প্রথম ধাপ হল মাস্ক পরা। তাই আমাদের সকলকে মাস্ক পরতে হবে। বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়ায় অনুষ্ঠিত জন-সচেতনতামুলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন কিছু সংখ্যক মানুষ অবহেলা করে মাস্ক ব্যবহার করছে না। এ ধরনের কাজ করা মোটেও ঠিক না। তাই আমরা চাই আপনারা সবাই মাস্ক ব্যবহার করেন এবং করোনা মুক্ত দেশ গড়ুন। বক্তৃতা শেষে তার নেতৃত্বে একটি র‌্যালী বের হয় এবং র‌্যালী শেষে তিনি নিজেই বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, ইন্সেপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলাম, এস আই ইয়াছিন আরাফাত, এসআই রজত কুমার, এস আই আলামিন সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা সরদার আব্দুল গণি, খান আবু বক্কার, মোল্ল্যা সোহেল রানা, ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা প্রমুখ।