ওয়াসিক রাজিব, দিঘলিয়া : সেনহাটি, খুলনা জেলার সবথেকে ঘনবসতিপূর্ণ একটি জনপদ।বিখ্যাত অনেক কবি, সাহিত্যিক, নাট্যকার, গায়ক, এই সেনহাটির সন্তান। ভৈরব ও আত্রাই নদী ঘেঁষে গড়ে ওঠা এই সেনহাটি ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৮০ হাজার।এই আধুনিক যুগে এসেও সেনহাটি একটি নদী বেষ্টিত দ্বীপ অঞ্চল। যে কারণে আর্থসামাজিক উন্নয়নে বরাবরই পিছিয়ে থেকেছে এই জনপদ। তারই একটি জ্বলন্ত উদাহরণ যেন সেনহাটির সবথেকে ব্যস্ততম এই রাস্তা। সেনহাটি ইউনিয়ন পরিষদ এবং স্টার ২নং গেট বাজারের পশ্চিমে ও সেনহাটি পুলিশ ফাঁড়ির সামনের এই রাস্তাটি দেখলে আবাদি জমি মনে হতে পারে। স্টার ২ নম্বর গেট বাজার থেকে সেনহাটি বাজার পর্যন্ত পৌনে দুই কিলোমিটার রাস্তাটি অনেকদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। কোথাও এক ফুট পর্যন্ত গভীর গর্ত,কোথাও বা ১০ থেকে ১৫ ফুট রাস্তায় কোন পিজ নেই।রাস্তাটি অনেকদিন ধরে সংস্কার না করায় রাস্তার মাঝ বরাবর অনেকটাই উঁচু হয়ে গেছে এবং দু’পাশে ঢালু।পুরো রাস্তাটি যেন একটি মৃত্যুফাঁদ হিসেবে দেখা দিয়েছে।দুর্ঘটনা এখানে প্রতিদিনের নৈমিত্তিক ব্যাপার।এখন শুষ্ক মৌসুম হওয়ায় রাস্তার বালিও খোয়া এখনো টিকে আছে,বর্ষার এক ঝটকায় পুরো রাস্তাই চলাচলের পুরোপুরি অনুপযুক্ত হয়ে পড়বে।এমত অবস্থায় সেনহাটির ব্যস্ততম রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই এলাকার ভুক্তভোগী সাধারন মানুষ।