রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের নদীর চর থেকে অজ্ঞাত (৩০)মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার বিকাল আনুমানিক ৫টায় আঠারোবাকি নদীর চরে লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী।
পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা লাশ বিকৃতি হওয়ার কারনে বোঝ যাচ্ছে না। কিভাবে তাকে হত্যা করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে তা জানা যাবে।