খুলনা অফিস : দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ইউনিক নিউজ, দৈনিক আমাদের সময়, দেশসংযোগ ও স্পন্দন পত্রিকার দাকোপ প্রতিনিধি আজগর হোসেন ছাব্বিরের পিতা আফতাব খান (৮৫) রবিবার সকালে বটিয়াঘাটার দারোগার ভিটা এলাকায় পুত্রের বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি — রাজিউন। মৃত্যু কালে তিনি ৪ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্যক গুনাগ্রাহি রেখে গেছেন। রবিবার বাদ আসর দাকোপ উপজেলা হেড কোয়াটার জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা ও চালনা পৌরসভার কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সংন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়া ও সাধারন সম্পাদক শেখ মোজাফফার হোসেন, সাবেক সভাপতি শচীন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাস,বর্তমান সহসভাপতি জুবায়ের রহমান লিংকন, কুমারেশ বিশ^াস, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পদক জি এম আজম, কার্যনির্বাহী সদস্য মজনু ফকির,পারুল বেগম, সদস্য স্বপন কুমার রায়, জি,এম জাকির হোসেন, তুষার দাস, গাজী আবুল বাশার, বিধান চন্দ্র ঘোষ,দীপক রায়,দীপক সরদার, রুহুল আমীন, সোহাগ আহমেদ, শামীম হোসেন, মনিরুল ইসলাম মনি, জয়ন্ত রায়, এস,এম মামুনুর রশিদ, প্রবীর রায় বাপ্পী, গাজী সরোয়ার হোসেন প্রমুখ।