বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর সিনেমাতেরা ইন্তেজার। তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি এটি। তাতে কী? নতুন মিশনের প্রস্তুতি শুরু করেছেন এ অভিনেত্রী।
একটি তামিল সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন। কিন্তু এতে নিজের আবেদনময়ী ইমেজ ভেঙে সম্পূর্ণ ভিন্নভাবে হাজির হবেন তিনি। ঐতিহাসিক ঘরানার এ সিনেমাটির জন্য ১৫০ দিন বরাদ্দ করেছেন সানি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সানি তার চরিত্রটির জন্য তলোয়ার, ঘোড়া চালানো থেকে শুরু করে অন্যান্য স্টান্টের প্রশিক্ষণ নেবেন। তাকে সাহায্য করার জন্য বিশেষ প্রশিক্ষক অন্ধ্রপ্রদেশ থেকে মু্ম্বাইয়ে যাবেন। তিনি এখন পর্যন্ত যতো সিনেমায় অভিনয় করছেন এই চরিত্রটি একটু কম গ্ল্যামারাস হবে।’
সিনেমাটিতে অভিনয়ের বিষয় নিশ্চিত করে সানি বলেন, ‘আমি নিশ্চিত, এই সিনেমার পর আমার ভাবমূর্তি সম্পূর্ণ পাল্টে যাবে। আমি সবসময়ই অ্যাকশন সিকোয়েন্স করতে পছন্দ করি। আমি এই ধরনের একটি চিত্রনাট্যের জন্য এতদিন অপেক্ষা করছিলাম এবং ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছি।’
তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় নির্মিতব্য সিনেমাটির শুটিং আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে।