আটরায় ১৬ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট

প্রকাশঃ ২০২৩-০১-২২ - ১৩:৪৫

ক্রীড়া প্রতিবেদক : শেখ কামাল স্মৃতি সংসদ ও এসবিআলী ফুটবল একাডেমির উদ্যোগে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৬ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে তুহিন স্পোর্টিং ক্লাব। শনিবার বিকেল পৌঁনে ৪টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে তুহিন স্পোর্টিং ক্লাব বনাম টোলনা ফুটবল ক্লাব। খেলায় তুহিন স্পোটিং ক্লাব ২-০ গোলে টোলনা ফুটবল ক্লাবকে পরাজিত করে।

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। এসময় উভয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতার কারণে গোল পেতে ২০ মিনিট অপেক্ষা করতে হয়। পরিকল্পিত এক আক্রমণ থেকে তুহিন স্পোর্টিং ক্লাবের ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় অন্তু গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। পিছিয়ে পড়ে বিরতীতে যায় টোলনা ফুটবল ক্লাব। বিরতী থেকে ফিরে জয়ের আশায় মরিয়া হয়ে ওঠে উভয় দল। তবে আক্রমণে এগিয়ে থাকে তুহিন স্পোর্টিং। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে টোলনা ফুটবল ক্লাব। আর এ সুযোগে দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে দলের পক্ষে ২য় গোল করেন ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় নুর ইসলাম। খেলায় রেফারী ছিলেন পারভেজ আলম, আকিব জাভেদ, আজিবর রহমান ও শেখ সিদ্দিকুর রহমান। ধারাভাষ্যে ছিলেন এড. প্রজেশ রায়। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে শেখ কামাল ফুটবল একাডেমি বনাম সামছুর রহমান স্মৃতি ফুটবল একাডেমি।