আটরা ফুটবল টুর্নামেন্টের সেমিতে আজিবর স্মৃতি সংসদ 

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১৩:৫৫

ক্রীড়া প্রতিবেদক : শেখ কামাল স্মৃতি সংসদ ও এসবিআলী ফুটবল একাডেমির উদ্যোগে ১৬ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আজিবর স্মৃতি সংসদ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে   শেষ কোয়াটার ফাইনালে মুখোমুখি হয় তুহিন স্পোটিং ক্লাব বনাম আজিবর স্মৃতি সংসদ।  খেলায় আজিবর স্মৃতি সংসদ ৩-০ গোলে তুহিন স্পোটিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতামুলক শেষ কোয়াটার ফাইনালের প্রথমার্ধের শেষ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় আজিবর স্মৃতি সংসদ। এসময় পরিকল্পিত এক আক্রমণ থেকে ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় লিটন গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। এসময় উভয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতার কারণে গোল পেতে ৩৮ মিনিট অপেক্ষা করতে হয়। পিছিয়ে পড়ে বিরতীতে যায় তুহিন স্পোটিং। বিরতী থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে তারা। তবে আক্রমণে এগিয়ে থাকে আজিবর স্মৃতি। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে তুহিন স্পোটিং। আর এ সুযোগে দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে দলের পক্ষে ২য় গোল করেন ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় তন্ময়। গোল পরিশোধের জন্য ছোট-খাটো আক্রমণ করলেও কোন ফল হয়নি তুহিন স্পোটিং ক্লাবের। উল্টো দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের সময় আজিবর স্মৃতির পক্ষে শেষ গোলটি করেন ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াদ। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তুহিন স্পোটিং ক্লাবকে। খেলায় রেফারী ছিলেন শেখ কামাল আহমেদ, পারভেজ আলম, কামরুল আজম বাবু ও শেখ সিদ্দিকুর রহমান। খেলায় মনোমুগ্ধকর ধারাভাষ্য প্রধান করেন এডভোকেট প্রজেশ রায়। বুধবার (১ ফেব্রুয়ারি) খেলা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দিশারী যুব পর্ষদ বনাম ফ্রেন্ডস ক্লাব বাগেরহাট।

আগে খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও এসবিআলী  ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা মো. ইউসুফ আলী শেষ কোয়াটার ফাইনালের উদ্বোধন করেন। এসময় মাঠে উপস্থিত ছিলেন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ শুকুর আলী, হালিম খান, আরমান আহমেদ রুম্মান, শেখ আলাউদ্দিন নাসিম, মনির শেখ, মো. লাভলু, শিমুল, রবিউলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাবেক ফুটবলারবৃন্দ।