ইউনিক ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আরেক তরুণ চিকিৎসক বায়েজিদ আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
ডা. বায়েজিদ আহমেদ ছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী। তিনি ডেঙ্গু হেমোরেজিক শক সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন।
ডেঙ্গুতে মারা যাওয়া চিকিৎসকরা হলেন- ডা. শরীফা বিনতে আজিজ, ডা. আলমিনা দেওয়ান মিশু, ডা. এম আরিফুর রহমান, ডা. ফাতেমা-তুজ-জোহরা রওনক এবং ডা. বায়েজিদ আহমেদ।