তারেক রহমানের আয়ের উৎস ক্যাসিনো

প্রকাশঃ ২০১৯-০৯-২৮ - ১৬:৫৭

ঢাকা অফিস : তারেক রহমানের আয়ের একমাত্র উৎস ছিল ক্যাসিনো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। শনিবার, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্ধ করে দেয়া মদ ও জুয়া খেলার লাইসেন্স চালু করেছিলেন জিয়াউর রহমান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতা। শেখ হাসিনার নেতৃত্বের উপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান।

পরে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অসহায় এবং গরীবদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে।