ঢাকা অফিস : যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। আজ রোববার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ প্লেনটি রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করবে। পরের দিন সোমবার সফরের ২৪ ঘণ্টার মধ্যেই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন। সন্ধ্যা সাড়ে সাতটায় সুষমা স্বরাজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এর আগে বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।