পাইকগাছায় ৪ দলীয় দিবানৈশ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশঃ ২০২৩-০২-০৬ - ১৫:৪৩

পাইকগাছা অফিস : মাদক ও মোবাইল আসক্তি রোধে যুব সমাজ কে উদ্বুদ্ধকরণে পাইকগাছায় সাবেক এম.এন.এ শহীদ এম,এ গফুর স্মৃতি ৪ দলীয় দিবানৈশ ভলিবল প্রতিযোগিতার  খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ৪ দলীয় দিবানৈশ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়েবুর রহমান ও কাউন্সিলর রবিশঙ্কর মন্ডল। খেলাটি সার্বিক সহযোগিতা করেন ইমরুল কায়েস। পরিচালনা করেন গাজী সহিদুল ইসলাম খোকন ও আনিছুর রহমান মুক্ত, প্রদীপ কুমার ব্যানার্জী ও অজয় মন্ডল।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ীর সভাপতি দেবব্রত রায়, সুরঞ্জন চক্রবর্তী, জগদীশ রায়, মিজানুর রহমান, দিপক মন্ডল, ভরত মন্ডল, পংকজ সানা প্রমুখ। ধারাভাষ্য দেন, নূরুজ্জামান টিটু। খেলায় অংশগ্রহণ করে পাইকগাছা উপজেলা ভলিবল একাদশ, কয়রা উপজেলা ভলিবল একাদশ, তালা উপজেলা ভলিবল একাদশ ও ডুমুরিয়া উপজেলা ভলিবল একাদশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পাইকগাছা উপজেলা ভলিবল একাদশ ও কয়রা উপজেলা ভলিবল একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল।