ফুলতলায় ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ ২০২১-০৯-০৭ - ২১:২২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় খুলনার উদ্যোগে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফুলতলার তরতীবপুরস্থ তিতাস বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালায়। ঐ ফ্যাক্টরীতে শিশু শ্রমিক ব্যবহার, স্বাস্থ্যবিধি না মানা এবং মার্কেট থেকে ফেরত মেয়াউত্তীর্ণ খাদ্য সামগ্রী পুণঃরায় নতুন সামগ্রীর সাথে মিশ্রন করায় তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।

খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক সিকদার শাহিনুর আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফুলতলা বাজারস্থ চাঁদপুর বেকারীর কারখানা এবং এইচআরএম সিমাই কারখানায় অভিযান কালে নোংরা পরিবেশ বিদ্যমান, স্বাস্যবিধি না মানা ও খাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার করায় চাঁদপুর বেকারী মালিক খলিলুর রহমানকে ২০ হাজার এবং সিমাই ফ্যাক্টরীর মালিক হাসান মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। প্রসঙ্গতঃ এর পূর্বেও ঐ ৩ প্রতিষ্ঠানকে একই অভিযোগে একাধিকবার জরিমানা করা হয়।