রামপালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশঃ ২০২৩-০২-২০ - ১৩:১৫

রামপাল প্রতিনিধি : বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী একুব্বারিয়া বৃ-চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের ৫৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ৩টায় চাকশ্রী একুব্বারিয়া বৃ-চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের সভাপতি ও বাইনতলা ইউপি চেয়ারম্যান মো: আব্দুল্লাহ ফকির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার (এম.পি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ: রউফ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মো: সামছুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামিল হাসান জামু, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহম্মেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ হারুন অর রশিদ, মো: হাফিজুর রহমান, মো: ফরহাদ হোসেন, শেখ বেলাল উদ্দিন, শিক্ষক শেখ আ: মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে উপমন্ত্রী সকাল ৯টায় উপজেলার আমতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বাইনতলা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।