হাওড়ে ঘুরতে যাওয়া নিয়ে কটাক্ষের জবাব দিলেন মাহি

প্রকাশঃ ২০২৩-০৮-২২ - ১৫:০৭

জন্মভূমি ডেস্ক : প্রভাব খাটিয়ে নিজের স্বার্থ হাসিলের কারণে তোপের মুখে পড়েন মাহিয়া মাহি। অন্যের বুকিং ক্যানসেল করে বোট নিয়ে হাওড়ে ঘুরতে যাওয়ায় যে যেভাবে পারেন তাকে কটাক্ষ শুরু করেন। এ ধরনের নৈতিকতা-বর্জিত কাজের প্রতিবাদ করেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মাহি। জানালেন, যাদের বুকিং ক্যানসেল করানো হয়েছিল তাদের অন্য একটি বোট জোগাড় করে দেওয়া হয়েছে।

মাহি বলেন, ‘সুনামগঞ্জে স্মরণ ভাইয়ার একটি রেস্টুরেন্ট আছে। সেখানে আমরা খেতে খেতে তখন তিনি বলেছেন যে, এটির (বোট) তো বুকিং ছিল। পরে আমরা যে বোটে গেছি সেটা চেঞ্জ করে আরেকটা ম্যানেজ করে দিয়েছে তাদের (যারা বুকিং দিয়েছিলেন)।’

তিনি আরও বলেন, ‘এটা তো জাস্ট শোনা কথা। কিন্তু আমার কাছে এটা অনেক বড় বিষয় লাগছে যে, আমাদের জন্য সে এতটা হেডেক নিয়েছে। একজনের বোট, ওইটা আবার আরেকটি বোট ম্যানেজ করে দিয়েছে। এই যে আমাদের জন্য তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করেছে—বিষয়টি এভাবেই আমি এক্সপ্লেইন করেছি।’

এরপর এ নায়িকা বলেন, ‘একটা কৃতজ্ঞতাবোধ জানানোর জন্য পোস্টটি করা। কিন্তু এটা নিয়ে এত নেতিবাচকতা ছড়াবে মানুষ, তা আমি বুঝতে পারিনি। যারা নেতিবাচকভাবে নেয়, আমি চাই তারা ইতিবাচকভাবে চিন্তা করুক। আর যারা সবসময় নেতিবাচকভাবে চিন্তা করে তাদের নিয়ে তো কিছু বলার নেই।’

গেল ১৭ আগস্ট একরত্তি ছেলে ও স্বামী ক্ষমতাসীন দলের নেতা রাকিব সরকারসহ ২২ জন মিলে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান মাহি। সামাজিক মাধ্যমে নিজেই তথ্যটি জানিয়েছিলেন তিনি।

জানা যায়, হাওরে ঘোরার জন্য কোনো বোট বা নৌকা খালি ছিল না। কিন্তু নাছোড়বান্দা মাহির আবদারে তার স্বামী সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবনেতা ফজলে রাব্বী স্মরণকে জানালে তিনি বোটের ব্যবস্থা করেন। যেটি কি না অন্যদের বুকিং করা ছিল। সাবেক ছাত্রনেতার প্রভাবে অন্যের বুকিং ক্যানসেল করে মাহিদের জন্য সরবরাহ করা হয় নৌকাটি।

এ ঘটনাও নিজের ফেসবুকে জানিয়েছিলেন মাহি। কিন্তু নেটাগরিকরা বিষয়টি ভালোভাবে নেননি। অন্যের বুকিং ক্যানসেল করে বোট নিয়ে ঘুরতে যাওয়ায় তারা কটাক্ষ করেন মাহিকে। এবার তারই জবাব দিলেন এ নায়িকা।