বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত বস্তিবাসী জনগোষ্ঠীর জন্য পানি, পয়:নিস্কাশন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা অধিকার প্রচার ও জোরদারে ৫ জুলাই সকাল ১১টায় ইআরবি প্রকল্পের অবহিতকরণ সভা অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়।
সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন, মো: আব্দুর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা, বিশেষ অতিথি ছিলেন, আজাজ মোরশেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী, খুলনা সিটি কর্পোরেশন, মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, খুলনা ওয়াসা, সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন, মি: টম বার্জ, পরামর্শক এফসিডিও, মি: র্যানডল ওউলসন, ইউএসএইড, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল ইসলাম, চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়াও, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, প্রকল্প এলাকার বাসিন্দাসহ সাংবাদিক, পার-এর বিভিন্ন কনসোরটিয়ামের প্রতিনিধি ও পার প্রতিনিধিগন অংশগ্রহন করেন। সুশীলন এর সহকারী পরিচালক শাহিনা পারভিন এর সঞ্চালনায়, প্রকল্প সমন্বয়কারী মো: শাহীন ইসলাম প্রকল্প বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। পরে বস্তিবাসী এলাকায় পানি, পয়:নিস্কাশন, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পনা ও পরিবেশ বিষয়ে আলোচনা করেন, খুলনা পরিবেশ অধিদপ্তর, খুলনা সিটি কর্পোরেশন ও নাগরিক সংগঠনের প্রতিনিধিগন। অতিথিগন, সুশীলন ও পরিবর্তন খুলনার যৌথ উদ্যোগে, ইউএসএইড ও এফসিডিওর অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় খুলনা সিটি কর্পোরেশনের ৫ ও ৯ নং ওয়ার্ডের বস্তিবাসী জনগোষ্ঠীর জন্য ইআরবি প্রকল্পের সফল বাস্তবায়নে সহায়তার প্রতিশ্রুতি দেন।
সকলকে ধন্যবাদ জানিয়ে প্রকল্প অবহিতকরণ সভার সমাপ্তি ঘোষনা করেন সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান।