পাইকগাছা : পাইকগাছায় ঘের মালিকদের গাফিলতির কারণে রাস্তার উপর মিনি স্লুইস গেট (কলগই) ভেঙ্গে সোলাদান ইউপি’র পারিশামারী গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। গত কয়েক’দিন ধরে সংস্কার না করায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। স্থানীয়রা জানিয়েছে, খালিয়ারচক গণঘের মালিকরা চিংড়ি ঘেরে পানি সরবরাহের স্বার্থে পারিশামারী গ্রামের কালীবাড়ী সংলগ্ন একমাত্র চলাচলের (ইটের সোলিং) রাস্তা কেটে মিনি স্লুইস গেট তৈরী করেন। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন সংস্কারের অভাবে এ গেটটির উপরি ভাগ দুর্বল হয়ে পড়ে। সর্বশেষ সপ্তাহ পুর্বে পানির চাপে স্লুইস গেট ভেঙ্গে গেলে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। কিন্তু ঘের মালিকরা প্রভাবশালী হওয়ায় গ্রামবাসীরা মুখ খুলছে না। এ মুহুর্তে এলাকার মানুষ সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা জানান, গণঘের মালিকদের পক্ষে কালীপদ মন্ডল, নৃপেন মন্ডল, বিল্লাল হোসেন গংরা অপরিকল্পিতভাবে এই গেটটি তৈরী করেছিলেন।