সাতক্ষীরায় কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবন

প্রকাশঃ ২০২১-০৭-১২ - ১৮:২০

পি কে পাল, সাতক্ষীরা : সাতক্ষীরার কিন্ডারগার্টেন শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। বর্তমানে করোনা মহামারী প্রায় ১৭ মাস যাবত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে।এ সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় সবচেয়ে মানবেতর জীবনযাপন করছে সাতক্ষীরা জেলার কিন্টারগার্ডেন ও ব্যক্তিমালিকানায় গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীরা। বিগত বছরের ১৭ মার্চ থেকে এসকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষক ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করতে পারছেন না। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিচালনায় থাকা পরিচালকরা। বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল এর সাথে কথা বলে জানা যায় সাতক্ষীরা জেলায় প্রায় ১০০টি কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুল রয়েছে। এসকল প্রতিষ্ঠান গুলোর অধিকাংশই চলে ভাড়া করা বাসায়।বর্তমানে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বাসার বকেয়া ভাড়া গুলো পরিশোধ করতে পারছেন না স্কুল মালিকরা। একারণে জেলার বেশ কিছু স্কুল স্থায়ী ভাবে বন্ধ হয়ে গেছে। স্কুল মালিকদের অনেকেই এখনো স্বপ্ন দেখছেন একটি সুস্থ ও স্বাভাবিক বাংলাদেশের। যখন আর করোনার প্রকোপ থাকবে না,শিক্ষক ও শিক্ষাথীদের পাদচারণায় মুখরিত হবে প্রিয় প্রতিষ্ঠান গুলো।