পুকুরে চিংড়ি পোনা উৎপাদনে লাগসই প্রযুক্তি উদ্ভাবন : মিটবে পোনা সংকট, বদলে যাবে সাদাসোনা চাষের চিত্র

প্রকাশঃ ২০২১-০৭-১৩ - ০৭:১৬

মো. শহীদুল হাসান :

সাদাসোনা খ্যাত গলদা চিংড়ির পোনা উৎপাদন এবার হ্যাচারিতে নয়-পুকুরেই উৎপাদন করা যাবে চিংড়ির পোনা। খুলনা বিশ^বিদ্যালয়ের একদল গবেষক বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বায়োফ্লক পদ্ধতিতে গলদা চিংড়িসহ কয়েকটি দেশীয় প্রজাতির মাছ চাষ নিয়ে গবেষণা করে সফলতা পেয়েছেন। দেশীয় আবহাওয়ার উপযোগী করে বৃষ্টির পানির গুণাগুণ রক্ষা করে বিনা অপচয়ে বা পুনরায় পানি ব্যবহার না করেই এ পদ্ধতিতে মাছ চাষের এ লাগসই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। একই সাথে গবেষকরা মাছের এমন একটি সাশ্রয়ী মূল্যের শর্করা প্রধান খাদ্য উদ্ভাবন করেছেন যাতে মাছের প্রজাতিভিত্তিক প্রকৃত স্বাদ, বর্ণ ও গন্ধ অক্ষুণ্ন থাকে। সলিডার্ড এশিয়া ও ওয়ার্ল্ড ফিসের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন এবং নেদারল্যান্ডের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দের যৌথ উদ্যোগে খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক, পিএইচডি, স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী এ গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। গবেষক দলের নেতৃত্ব দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এবং সহযোগী গবেষক হিসেবে ছিলেন খুবি ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক এসিস্ট্যান্ট প্রফেসর সুদিপ দেবনাথ, এসিস্ট্যান্ট প্রফেসর শাহিন পারভেজ।  

এ গবেষণালদ্ধ ফলাফলের ভিত্তিতে মাঠ পর্যায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উপকূলীয় উপজেলা বটিয়াঘাটার ছয়ঘরিয়া গ্রামের পুকুরে গলদা চিংড়ির পোনা উৎপাদনের লাগসই প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছেন। এর ফলে পোনার অভাবে গলদা চিংড়ি চাষ যে সংকটের মুখে পড়েছিল এখন সেক্ষেত্রে নতুন সম্ভাবনার আশা জাগিয়েছে। পুকুরে গলদা চিংড়ির পোনা (পিএল) উৎপাদন এবং তা দিয়ে চিংড়ি চাষ সম্প্রসারিত হলে প্রাকৃতিক ও হ্যাচারি উৎসের উপর নির্ভরতা কমবে। অপরদিকে পুকুরে গলদা চিংড়ির পোনা উৎপাদন সম্ভব হলে এ অঞ্চলের শত কোটি পোনার চাহিদার সংকট পূরণ হবে।ফলে চাহিদা মাফিক পোনা সরবরাহ সম্ভব হওয়ায় বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাদাসোনা চাষের চিত্র। একই সাথে পোনার মূল্য ও সংগ্রহের খরচ হ্রাস এবং উৎপাদন বৃদ্ধি পাবে যার ফলে ইতিবাচক প্রভাব পড়বে চিংড়ি রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনে।

অপরদিকে, খুলনা বিশ^বিদ্যালয়ের একদল গবেষক বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বায়োফ্লক পদ্ধতিতে গলদা চিংড়িসহ কয়েকটি দেশীয় প্রজাতির মাছ চাষ নিয়ে গবেষণা করে সফলতা পেয়েছেন। দেশীয় আবহাওয়ার উপযোগী করে বৃষ্টির পানির গুণাগুণ রক্ষা করে বিনা অপচয়ে বা পুনরায় পানি ব্যবহার না করেই এ পদ্ধতিতে মাছ চাষের এ লাগসই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। একই সাথে গবেষকরা মাছের এমন একটি সাশ্রয়ী মূল্যের শর্করা প্রধান খাদ্য উদ্ভাবন করেছেন যাতে মাছের প্রজাতিভিত্তিক প্রকৃত স্বাদ, বর্ণ ও গন্ধ অক্ষুণ্ন থাকে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সলিডার্ড এশিয়া ও ওয়ার্ল্ড ফিসের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন এবং নেদারল্যান্ডের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দের যৌথ উদ্যোগে খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক, পিএইচডি, স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী এ গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। গবেষক দলের নেতৃত্ব দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান।

প্রকল্পের প্রধান ইনভেস্টিগেটর ও সমন্বয়কারী খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান জানান, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ুতে টেকসই খাদ্য নিরাপত্তার উন্নয়নে ইন্টার ডিসিপ্লিনারি গবেষণার অপরিহার্যতাকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সলিডারেট এশিয়া ও ওয়ার্ল্ড ফিসের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন এবং নেদারল্যান্ডের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দের যৌথ উদ্যোগে সেন্টার অব এক্সিলেন্স ক্লাইমেন্ট রেসিলেন্স কোস্টাল ফুড সিস্টেম প্রতিষ্ঠা এই প্রকল্পের মূল লক্ষ্য। যার আওতায় বিভিন্ন ধরণের প্রায়োগিক গবেষণা পরিচালিত হচ্ছে। করোনার সময়ে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধকালীন ডিসিপ্লিনের গবেষকদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীবৃন্দ এই গবেষণা চালিয়ে গেছেন।”

তিনি জানান, “সারা বাংলাদেশে গত ১০ বছর ধরে গলদা হ্যাচারীর অধিকাংশই বন্ধ রয়েছে। গলদা চিংড়ি হ্যাচারিতে পোনা উৎপাদনে ধস নামায় এবং উপকূলের প্রাকৃতিক উৎস থেকে পোনা আহরণ সরকারিভাবে নিষিদ্ধ হওয়ায় চিংড়ি চাষীদের পোনা সংগ্রহে সংকটে পড়তে হচ্ছে। ফলে উৎপাদন ও রপ্তানিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। প্রতিকূলতার কারণে চাষীরাও আগ্রহ হারিয়ে ফেলছেন। এ অবস্থায় তাদের গবেষণার মূল লক্ষ্য ছিলো-বিকল্প হিসেবে পুকুরের পানিতে গলদা চিংড়ির পোনা উৎপাদন নিয়ে গবেষণা করা এবং এর মাধ্যমে পোনার চাহিদা পূরণ করা। চাষীরা তাদের পুকুরে পোনা উৎপাদন প্রযুক্তি আয়ত্ত করতে পারলে তা সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে। গ্রামের পুকুরে পুকুরে গলদা চিংড়ির চাষ বাড়লে চাষী আর্থিকভাবে লাভবান হবেন।”

তিনি আরো জানান, “আমরা ২০২০ সালের শুরু থেকে এই গবেষণা চালিয়ে পুকুরের পানিতে গলদার পোনা উৎপাদনে লাগসই প্রযুক্তি উদ্ভাবন করেঠি। খুলনার উপকূলীয় এলাকা বটিয়াঘাটার ছয়ঘরিয়া গ্রামে পুকুরের জমি লিজ নিয়ে এ গবেষণা প্রকল্প পরিচালনা করা হয়েছে। পুকুরের পানিতে উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কিছু প্রাকৃতিক ও প্রযুক্তিগত কলাকৌশল কাজে লাগিয়েছি। এখানে পানিতে লবণাক্ততার মাত্রা, অক্সিজেনের উপস্থিতি, খাদ্য ব্যবস্থাপনা, পানির প্রবহতা, তাপমাত্রা নিয়ন্ত্রণ উল্লেখযোগ্য। প্রাকৃতির পরিবেশ ও লাগসই প্রযুক্তির সমন্বয়ে আমরা গলদা চিংড়ির পোনা উৎপাদনে সাফল্য লাভ করেছি। যা এতদাঞ্চলে গলদার পোনা উৎপাদনে হ্যাচারি বন্ধ হয়ে যাওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে পোনা প্রাপ্যতা সহজলভ্য করবে। আমাদের গবেষণা পুকুরের পোনা দিয়ে এখন কয়েকটি অধিক্ষেত্রে চাষ হচ্ছে। উৎপাদনকৃত প্রায় সাড়ে ৬লক্ষ পোনা আমরা চাষীদের মধ্যে বিতরণ করেছি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কয়েকটি মিনি পুকুরও রয়েছে।”

তিনি বলেন, “এছাড়া বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোক্তা অনুকূল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে মাছ উৎপাদনে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়েছে। সেই সাথে নতুন ধরণের লো-কস্ট ফিসফিড উদ্ভাবন করা হয়েছে, যা মাছের স্বাভাবিক বৃদ্ধির পাশাপাশি প্রকৃত স্বাদ, বর্ণ ও গন্ধ ফিরিয়ে আনতে সক্ষম। এই প্রকল্পে তারা বেশ কয়েকটি উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন। শহরে, শহরতলী বা আগ্রহী চাষী স্বল্প জায়গায় এ পদ্ধতিতে অল্প খরচের মধ্যে বায়োফ্লক পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতে পারবেন। তারা তেলাপিয়া, শিং, কৈ ও টেংরা মাছ নিয়ে কাজ করেছেন। এর মধ্যে টেংরা মাছ ছাড়া অন্য তিনটি মাছের ক্ষেত্রে আশানুরূপ সাফল্য পেয়েছেন। বৃষ্টির পানিতে এই মাছ চাষ হওয়ায় এবং পানির গুণাগুণ রক্ষায় মাছের প্রকৃত স্বাদ, গন্ধ ও বর্ণ ফিরে পেয়েছেন। তবে এক্ষেত্রে তাদের তৈরি শর্করাবান্ধব প্রাকৃতিক খাবার ভালো কাজ করেছে বলে উল্লেখ করেন। সাধারণত বায়োফ্লিক পদ্ধতিতে মাছ চাষে মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, মাছে বিভিন্ন রোগ দেখা যায় ফলে শতভাগ মাছ বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। আমাদের উদ্ভাবিত এ পদ্ধতিতে মাছ মারা যায় না কারণ এখানে এম্যোনিয়ার মাত্রা শুন্যতে থাকে অক্সিজেন সবসময় ৫-৬ এর মধ্যে ছিল। সেই সাথে আমাদের উদ্ভাবিত লো-কস্ট ফিসফিড পানিতে এম্যোনিয়া, অক্সিজেন ও কার্বনের পরিমান ঠিক রাখে। বায়োফ্লিক পদ্ধতিতে মাছের প্রয়োজন অনুযায়ী সঠিক নিয়মে ফিসফিড দিলে এর উৎপাদন বৃদ্ধি সম্ভব। সাধারণত মাছের খাবার তৈরিতে আমিষজাত এবং গ্রোথজাত উপকরণ বেশি ব্যবহৃত হয়। কিন্তু তারা যে নতুন ফিসফিড তৈরি করেছেন তাতে একদিকে যেমন গ্রোথ হরমোন বা অজৈবিক উপকরণ ব্যবহার করা হয়নি, অন্যদিকে এতে এমন একটি প্রাকৃতিক সম্পূর্ণ জৈবিক উপাদান ব্যবহার করা হয়েছে যাতে মাছের স্বাদ বাড়ায়। সেই সাথে উৎপাদন খরচ কম হওয়ায় চাষীরা বেশি লাভবান হবে। অন্যদিকে বৃষ্টির পানিতে কোন আর্সেনিক ও আয়রণ থাকে না। বৃষ্টির পানি ও ডিপ টিউবলের পানির জন্য মাছ পালনের প্রক্রিয়াটা একটু আলাদা। তবে বিষয়টা কৃষক পর্যায়ে খুব একটা সহজ না এর জন্য প্রয়োজন প্রশিক্ষণের। আমরা এ পদ্ধতিতে মাছ পালনে ম্যানুয়াল তৈরি করছি সেই সাথে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্যও আমরা প্রস্তুত আছি। ডুমুরিয়া উপজেলায় কিছু মাছ চাষীকে আমরা কিছু সমস্যার ক্ষেত্রে সহায়তা করেছি। যেহেতু এই প্রকল্পের মূল লক্ষ্য সেন্টার অব এক্সিলেন্স ফর ক্লাইমেন্ট রেসিলেন্স কোস্টাল ফুড সিস্টেম প্রতিষ্ঠা করা তাই এখানে সব ধরণের উদ্ভাবন ইন্টার ডিসিপ্লিনারী রিসার্চ এর আওতায় হচ্ছে। যেমন রেইন ওয়াটার হার্ভেস্ট একটি ইনভারোমেন্টাল সাইন্স। তারপর বায়োফ্লিক মাছ চাষে তলানিতে যে খাবার ও মাছের বিষ্ঠার স্তর থাকে সেটাকে বায়োভেজিটেবল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিষ্ঠার স্তর বা স্লাশ দিয়ে আমরা স্লাশ কেক দিয়ে আমরা আরেকটি ফিসফিড তৈরি করেছি। গবেষণায় নেদারল্যান্ডের ওয়াগিনন বিশ্ববিদ্যালয় কারিগরি এবং সলিডারেট এশিয়া ও খুলনা বিশ^বিদ্যালয় আর্থিক সহায়তা করেছে। গত একবছর ধরে খুলনা বিশ^বিদ্যালয়ে বায়োফ্লক পদ্ধতিতে ৪টি প্রজাতির দেশীয় মাছ চাষে এই সফলতা এসেছে। নতুন এ পদ্ধতিতে মাছ চাষে মাছের উৎপাদান বৃদ্ধির সাথে সাথে কমবে মাছের উৎপাদন খরচও। যার ফলে আগের চেয়ে অনেক বেশি লাভবান হবে প্রান্তিক মৎস্য চাষীরা। আর বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের নতুন এ পদ্ধতি এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে দাবি খুবি গবেষকদের।

তিনি আরো জানান, গবেষণা কাজে আমার সাথে খুবি ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক এসিস্ট্যান্ট প্রফেসর সুদিপ দেবনাথ, এসিস্ট্যান্ট প্রফেসর শাহিন পারভেজ, বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র ২জন, স্নাতকোত্তর ২জন ও স্নাতকের ২জন মোট ৬জন শিক্ষার্থী এই গবেষণায় সম্পৃক্ত থাকায় তারা প্রায়োগিক গবেষণা সম্পর্কে হাতে-কলমে শিক্ষার সুযোগ পেয়েছে। যা তাদের বহুমুখী গবেষণায় কাজে আসবে।”

প্রকল্পের কো-ইনভেস্টিগেটর বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শাহীন পারভেজ জানান, সলিডারেডাড নেটওয়ার্ক এশিয়া, বাংলাদেশের সহযোগিতায় সেন্টার অব এক্সিলেন্স ফর ক্লাইমেট রেজিলেন্ট কোস্টাল ফুড সিস্টেম এর আওতায় ও শিক্ষা মন্ত্রণালয়ের গ্রান্ট্স ফর অ্যাডভান্সড রিসার্চ ইন এডুকেশন (গেয়ার) এর অর্থায়নে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

এ বিষয়ে এ্যাকুয়াকালচার প্রোগ্রাম সলিডার্ড এশিয়ার টিম লিডার মঈন আহমেদ বলেন, “সেন্টার অব এক্সিলেন্স ক্লাইমেন্ট রেসিলেন্স কোস্টাল ফুড সিস্টেম প্রতিষ্ঠা এই প্রকল্পের আওতায় বায়োফ্লিক ও গলদা চিংড়ি চাষে টেকনিক্যাল সার্পোট দেন খুলনা বিশ^বিদ্যালয়ের গবেষক দল। আমরা গবেষণার জন্য আর্থিক সহযোগীতা করেছি। খুলনা বিশ^বিদ্যালয়ের গবেষকরা পুকুরের পানিতে গলদার পোনা উৎপাদনে লাগসই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। যা এতদাঞ্চলে গলদা রেণু উৎপাদনে হ্যাচারি বন্ধ হয়ে যাওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে রেণু উৎপাদনে যুগান্তকারী উদ্ভাবনা। সেই সাথে খুলনা বিশ^বিদ্যালয়ে বায়োফ্লক পদ্ধতিতে দেশীয় মাছ চাষের যে পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে তাতে অল্প খরচের মধ্যে বায়োফ্লক পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা যাবে। গবেষণায় তেলাপিয়া, শিং, কৈ ও টেংরা মাছ নিয়ে কাজ করে টেংরা মাছ ছাড়া অন্য তিনটি মাছের ক্ষেত্রে আশানুরূপ সাফল্য পেয়েছেন গবেষক দল। বৃষ্টির পানিতে এই মাছ চাষ হওয়ায় এবং পানির গুণাগুণ রক্ষায় মাছের প্রকৃত স্বাদ, গন্ধ ও বর্ণ ঠিক থাকছে। তবে এক্ষেত্রে গবেষকদের তৈরি শর্করাবান্ধব প্রাকৃতিক খাবার মাছের উৎপাদন বৃদ্ধিতে ভালো কাজ করেছে। এর ফলে মাছ চাষে উৎপাদন খরচও অনেক কম হবে। যার ফলে চাষীরা লাভবান হবেন।”

খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক রাজ কুমার বিশ^াস জানান, “খুলনা বিভাগে মোট ১ লক্ষ ৫ হাজার ৬৩৪টি গলদা চিংড়ির খামার রয়েছে। যেখানে ৬৫ হাজার ৭৭২ হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হচ্ছে। আর এসব খামারে প্রায় ১১৩ কোটি ৭২ লক্ষ গলদা পোনার চাহিদা রয়েছে। যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এর বিপরীতে সরকারী বেসরকারী মিলে মোট গলদা চিংড়ির হ্যাচারী রয়েছে ০৯টি যার মধ্যে খুলনায় ০৩টি, সাতক্ষীরায় ০২টি, বাগেরহাটে ০১টি, যশোরে ০১টি, নড়াইলে ০১টি, মাগুরায় ০১টি ও কুষ্টিয়ায় ০১টি। এসব হ্যাচারীতে সরকারী ভাবে ২.২১ লাখ ও বেসরকারীভাবে ১৫ লাখ মোট ১৭.২১ লাখ গলদা চিংড়ির পোনা (পিএল) উৎপাদিত হচ্ছে। যার ফলে বিপুল পরিমান পোনার ঘাটতি থেকে যাচ্ছে এ অঞ্চলে। আর এসব পোনা দেশের বিভিন্ন অঞ্চল এমনকি ভারত থেকেও এনেও চাহিদা মেটাচ্ছে চাষীরা। যদি আমাদের এ অঞ্চলে পোনা উৎপাদন করা যায় তাহলে বিপুল এ ঘাটতি মেটানো সম্ভব।

তিনি আরও বলেন, আমরা খুলনা বিশ^বিদ্যালয়ের গবেষকদের সাথে যোগাযোগ করেছি এবং বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তবে সমস্যা যেটা হয় সেটা হলো গবেষণার পরিবেশ আর মাঠের পরিবেশ একই রকম থাকে না। গবেষণা পর্যায়ে সবকিছুর পরিবেশ থাকে গবেষকদের নিয়ন্ত্রণে আর মাঠ পর্যায়ে মৎস চাষীদের পরিবেশ থাকে নিয়ন্ত্রনের বাইরে। কারণ সেখানে পরিবেশের নিয়ন্ত্রণ থাকে তাপমাত্রা ও বিভিন্ন বাহ্যিক বিষয়ের উপর। তাই মাঠ পর্যায়ে পরিক্ষা না করলে এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। আর যেহেতু খুবি’র গবেষকরা এখনও এর প্রযুক্তি আমাদের কাছে হস্তান্তর করেনি তাই মাঠ পর্যায়ে আমরা পরিক্ষা করতে পারিনি। তবে পরিক্ষা নিরীক্ষার পরে মাঠ পর্যায়ে গ্রহনযোগ্য হলে আমরা বিষয়টি অবশ্যই দেশব্যাপী কৃষকদের মাঝে প্রযুক্তি পৌছে দিবো। সেই সাথে যদি অধিকতর পরিক্ষা নিরীক্ষার পর মাঠ পর্যায়ে সফল হয় তাহলেও প্রান্তিক মৎস্য চাষীদের প্রশিক্ষণ দিতে হবে। আর বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ নিয়ে মৎস্য অধিদপ্তর মাঠ পর্যায়ে এখনও কাজ শুরু করেনি।’

এ বিষয়ে মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক মো. আবু ছাইদ জানান, এ অঞ্চলে গলদা চিংড়ির যেসব হ্যাচারী আছে সেগুলো তেমন ভাবে সফল না এবং চাহিদা অনুযায়ী পোনা উৎপাদন করতে পারছে না। পোনার সংকটের কারণে এতদাঞ্চলের গলদা চিংড়ি চাষ হুমকির মুখে পড়েছে। দেশের অন্যান্য স্থান থেকে গলদা চিংড়ির পোনা (পিএল) চাষের জন্য আনতে হচ্ছে। এতে করে চাষীদের খরচ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের গলদা চিংড়ি রপ্তানীতে।