বটিয়াঘাটা প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে সুমন বাছাড় (৩০) নামের এক ডিস ব্যবসায়ী সোমবার সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে বটিয়াঘাটা উপজেলা সদরের হেতালবুনিয়া গ্রামের কাজীবাছা নদীর তীরে বসবাসকারী। জানা গেছে, সে ইতিপূর্বে ইজিবাইক চালাতো এবং তাঁর বড় ভাই হরিচাঁন বাছাড়ের সাথে ডিশ ব্যবসা করতো। অনেকদিন ধরে তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলে আসছিল। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলের মর্গে প্রেরণ করেছে।