বটিয়াঘাটায় জেলেদের মাঝে চাল বিতরণ

প্রকাশঃ ২০২১-০৭-১৬ - ১৩:২৫

বটিয়াঘাটা প্রতিনিধি : বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই নদ-নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ চলা কালীন সময়ে জেলার বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে । নদ-নদীতে মাছ ধরা নিষিদ্ধ কালীন সময়ে ক্ষতিগ্রস্ত কর্মহীন ৩৫১৭ টি জেলে পরিবারকে প্রথম দফায় ৪২দিনের জন্য প্রত্যেক পরিবারকে ৬৫ কেজি চাল বিতরণ করেছে । দ্বিতীয় দফায় ২৩ দিনের জন্য প্রত্যেক জেলে পরিবারকে ৩০ কেজি করে চাল পাবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর । অন্যদিকে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকারের মৎস্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা মৎস্য অধিদপ্তর, থানা পুলিশ ও কোষ্টগার্ড এর যৌথ সমন্বয়ে গঠিত টিম একযোগে কাজ করছে বলে জানান । এছাড়াও নদীতে টহলরত সময়ে কোন জেলে মাছ ধরার চেষ্টা চালালে তাদের জাল ও নৌকা আটক করে প্রকাশ্যে জাল পুড়িয়ে ফেলা সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা জরিমানা আদায় অব‌্যহত রয়েছে । পাশাপাশি আগামী ইলিশ মৌসুমেও ইলিশ মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ইলিশ মাছ ধরা ৭০০ ইলিশ জেলের মাঝেও অনুরূপ চাল বরাদ্দ দেয়া হবে । এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুনের কাছে জানতে চাইলে তিনি জানান, আগামী ২৩ জুলাই শেষ হবে মৎস্য অধিদপ্তরের দেয়া মাছ ধরা নিষিদ্ধ সময় কাল । আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে ইলিশ মাছ ধরা মৌসুম । আশা করা হচ্ছে এবছর ইলিশ জেলেরা লাভবান হবার সম্ভাবনা রয়েছে ।