ডুমুরিয়া ডিপো মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশঃ ২০২১-০৩-২৫ - ১৫:৫২

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বিপুল উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে ডুমুরিয়া ডিপো মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান হোসেন মোড়ল ও সেক্রেটারী হয়েছেন মোঃ শফিকুল ইসলাম লিটু, সহ-সেক্রেটারী ইলিয়াস হোসেন বাগাতি, দপ্তর সম্পাদক প্রদীপ দেবনাথ এবং কার্যকারি সদস্যরা হলেন হাফিজুর রহমান বাগাতি ও আলমগীর বিশ্বাস। এছাড়া সহ-সভাপতি ও ক্যাশিয়ার এই দুইটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটে সমিতির ৬৮জন ভোটার ভোট প্রদান করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেসার্স তমা ফিস প্রতিষ্টানে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভোটে সহ-সভাপতি পদে হুমায়ুন কবির হাঁস প্রতীকে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রার্থী বিরাজ বিশ্বাস পান ৩১ ভোট। এরপর ক্যাশিয়ার পদে আছাবুর রহমান টিউবওয়েল প্রতীকে ৫৫ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রার্থী রোস্তম আলী ফ্যান প্রতীকে পান ১৩ ভোট। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সহকারি ডুমুরিয়া কলেজের প্রভাষক শহিদুল ইসলাম।